১৯ মে, ২০২৩ ১৬:১৫

সরকারবিরোধী বিক্ষোভ, ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভ, ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আইন বিভাগ এই তথ্য জানিয়েছে।

গত বছরের নভেম্বরে ইস্পাহানে তিন নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাবস্ত্য করা হয়েছে।

শুক্রবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন, মাজিদ কাজেমি, সালেহ মির হাশেমি ও সাঈদ ইয়াকুবি। গত ১৬ নভেম্বর তাদের ইস্পাহান থেকে গ্রেফতার করা হয়েছিল।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদেরকে অস্বচ্ছ ও অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছিল। 

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত একই ধরনের অভিযোগে আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আরও বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনি নীতি পুলিশ হেফাজতে গত বছরে সেপ্টেম্বরে তেহরানে মারা যান। এরপরই গোটা ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর