অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর হতাহতের এই তথ্য আসে।অভিযানটি বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযানগুলির মধ্যে একটি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত তিন ব্যক্তিকে মুহাম্মাদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪) বলে শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর হতাহতের তথ্য নিশ্চিত করেনি।
ইসরায়েল বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে একের পর এক আক্রমণ করেছে। চলতি মাসের শুরুতে বালাতায় অভিযান চালানো হয় যেখানে দুই ফিলিস্তিনি নিহত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল