২২ মে, ২০২৩ ১৬:০৮

সৌদি পুরুষ-নারী নভোচারীকে নিয়ে মহাকাশ কেন্দ্রে ভিড়েছে রকেট

অনলাইন ডেস্ক

সৌদি পুরুষ-নারী নভোচারীকে নিয়ে মহাকাশ কেন্দ্রে ভিড়েছে রকেট

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সৌদি পুরুষ ও এক নারী নভোচারিকে নিয়ে একটি রকেট ভিড়েছে। 

রবিবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়ে রকেটটি। এক্ষেত্রে এটি দ্বিতীয় বেসরকারি মিশন। 

এদিকে, কক্ষপথে যাত্রা করা এই দুই নভোচারী তাদের দেশের প্রথম নাগরিক।

ফ্লোরিডার পূর্ব উপকূলের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট গগনবিদারি শব্দ করে যাত্রা শুরু করে। এক্সিওম স্পেস কোম্পানি এ মিশনের আয়োজন করে।

সৌদি নাগরিক রায়নাহ বারনাতি ও আলী আল-কারনির সঙ্গে আরো দুই ক্রু সদস্য রয়েছেন। তারা হলেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটস ও আমেরিকান উদ্যোক্তা জন শফনার।

নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির ওপর ১৪টি যুগান্তকারী বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। তাদের প্রাপ্ত তথ্য বিজ্ঞানী ও গবেষকদের বিশেষ উপকারে আসবে বলে জানিয়েছে এসপিএ। এছাড়াও, মহাকাশ অভিযান চলাকালে পরীক্ষামূলকভাবে লাইভ ফিডের মাধ্যমে নভোচারীরা ১২ হাজার সৌদি শিক্ষার্থীদের সঙ্গে ৩টি শিক্ষা ও সচেতনতা সৃষ্টি অধিবেশনে অংশ নেবেন।

এসব পরীক্ষার ফল মহাকাশ গবেষণায় সৌদি আরবের বৈশ্বিক অবস্থানকে আরও বলিষ্ঠ করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, ভবিষ্যৎ অভিযানেও পড়বে ইতিবাচক প্রভাব।

এর আগে প্রথম আরব দেশ হিসেবে ২০১৯ সালে নিজেদের এক নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।

সূত্র : এপি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর