২ জুন, ২০২৩ ২১:১৯

ইউক্রেনে আক্রমণ শুরু করেছে চেচেন বাহিনী: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

ইউক্রেনে আক্রমণ শুরু করেছে চেচেন বাহিনী: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

চেচেন নেতা রমজান কাদিরভ ও তার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চেচেন বিশেষ বাহিনীর (স্থানীয়ভাবে আখমত নামে পরিচিতি) পূর্ব দোনেৎস্ক অঞ্চলের মারিঙ্কা শহরের কাছে আক্রমণ চালাচ্ছে।

বৃহস্পতিবার আখমত কমান্ডার আলাউদিনভ বলেছেন, তার বাহিনীকে পাল্টা আক্রমণের প্রস্তুতি হিসেবে ‘অন্য এলাকায়’ সরানো হচ্ছে। কিন্তু সেটা কোথায় তা বলেননি তিনি।

ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর পাশাপাশি, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের সৈন্যরা মস্কোর আক্রমণের পেছনে অন্যতম প্রধান চালিকা শক্তি।

তবে গোষ্ঠী দুটো প্রকাশ্যে বিবাদে জড়িয়েছে। বৃহস্পতিবার কাদিরভের ঘনিষ্ঠ সহযোগীদের একজন প্রিগোজিনকে একজন ‘ব্লগার’ হিসাবে উল্লেখ করে বলেন, তিনি শুধু সমস্যার কথা বলেন। সূত্র: আল জাজিরা 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর