অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের পশ্চিমে রান্টিস চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার মাহদি বিয়াডসা (২৯) নামে ব্যক্তি গুলিতে নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ফিলিস্তিনি যুবক চুরি করা গাড়ি নিয়ে সেনাদের ওপর আক্রমণ করে অস্ত্র ছিনিয়ে নিতে চেয়েছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যানুসারে, চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনী ২৬ শিশুসহ অন্তত ১৫৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল