২৭ জুন, ২০২৩ ১৯:৩৭

ওয়াগনার বাহিনীর কাছ থেকে ভারী অস্ত্র ফেরত নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক

ওয়াগনার বাহিনীর কাছ থেকে ভারী অস্ত্র ফেরত নেওয়া হচ্ছে

ওয়াগনার বাহিনীর একটি অংশ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াগনার বাহিনীকে তাদের সামরিক অস্ত্র ফেরত দিতে হবে। এরই মধ্যে এটি শুরু হয়েছে।

এক টেলিগ্রাম বার্তায় রুশ মন্ত্রণালয়টি জানায়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সক্রিয় ইউনিটগুলোতে পিএমসি ‘ওয়াগনার’ ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরের প্রস্তুতি চলছে। 

এর আগে পুতিন বলেছিলেন, ওয়াগনার সদস্য যাদের বেশির ভাগই সত্যিকারের দেশপ্রেমিক, যারা বিভ্রান্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তারা নিয়মিত সামরিক বাহিনীতে যোগ দিতে পারেন অথবা তারা চাইলে পরিবারের কাছে ফিরে যেতে বা বেলারুশে যেতে পারেন বলে প্রস্তাব দিয়েছিলেন। 

 যারা এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে সব ফৌজদারি অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এমনকি যারা ইতিমধ্যে সশস্ত্র বিদ্রোহের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন, তাদের ক্ষেত্রেও অভিযোগ তুলে নেওয়া হবে। 

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করে গত শনিবার তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এ অভিযাত্রা বন্ধ করেন। সমঝোতায় বলা হয়, প্রিগোজিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে আনা অভিযোগ প্রত্যাহার হবে। 

বিদ্রোহ থেকে সরে আসার পর সোমবার প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোজিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর