২৩ জুলাই, ২০২৩ ০৬:১২

বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের কাছে জড়ো হয়।

বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের কাছে জড়ো হয়। 

স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা প্রচণ্ড দাবদাহের মধ্যে মিছিল করছে। রাজধানীতে জড়ো হওয়া বিক্ষোভকারীরা বৃহস্পতিবার তেলআবিব থেকে বিক্ষোভ শুরু করে। শনিবার তারা জেরুজালেমে অবস্থিত পার্লামেন্ট নেসেট ভবনের কাছে জড়ো হয়। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার হবে। ড্রোন ফুটেজে এক কিলোমিটার জুড়ে বিক্ষোভকারীদের মিছিল দেখা গেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ মিছিলটি জেরুজালেমে প্রবেশকালে এতে অংশ নেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর