৪ আগস্ট, ২০২৩ ১২:২৬

ফ্রান্সের সাথে সামরিক চুক্তি বাতিল করলো নাইজার জান্তা

অনলাইন ডেস্ক

ফ্রান্সের সাথে সামরিক চুক্তি বাতিল করলো নাইজার জান্তা

ফ্রান্সের সাথে সামরিক চুক্তি বাতিল করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সামরিক সরকার।

বৃহস্পতিবার জান্তা সরকার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে। 

রাতে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে অভ্যুত্থানকারীদের একজন বলেন, ‘ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্যা সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গত রবিবার নাইজারের রাজধানীতে ফ্রান্সের দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা ‘রাশিয়া দীর্ঘজীবী হোক’ এবং ‘ফ্রান্স নিপাত যাক’ বলে স্লোগান দিয়েছে। দূতাবাস চত্বরে আগুনও দিয়েছে তারা।

গত বুধবার নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়।

আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং ফ্রান্সসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তি এভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তিন বছরের কম সময়ে এটি সপ্তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা।

নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনী আগেই বিদেশি কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে। বলেছে, এর ফলে শুধু রক্তই ঝরবে এবং বিশৃঙ্খলা দেখা দেবে।

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর