চীনের কোস্টগার্ডের বিরুদ্ধে জাহাজ আটকানোর পাশাপাশি জলকামান ব্যবহারের অভিযোগ করেছে ফিলিপাইন। এটিকে আক্রমণাত্মক ও সীমা অতিক্রমকারী কার্যক্রম বলে অভিহিত করেছে দেশটি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কয়েকটি নৌকা বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে যাচ্ছিল। মূলত সেখানে থাকা সৈন্যদের রসদ সরবরাহেই এ যাত্রা। ওই নৌকাগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের জাহাজ। তখনই জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে।
ফিলিপাইনের জাহাজে জলকামান ছোড়াকে বিপজ্জনক তৎপরতা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ ঘটনার জন্য চীনের সামুদ্রিক মিলিশিয়াকে দায়ী করেছে। তবে এ বিষয়ে চীনের কাছ থেকে গোটা দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই ও তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব। চীন পুরো দক্ষিণ চীন সাগরেরই মালিকানা দাবি করে আসছে। এ সাগরের মধ্যেই রয়েছে স্পার্টলি দ্বীপপুঞ্জ। এ দ্বীপও দাবি করে আসছে ফিলিপিনস ও অন্যান্য দেশগুলো। সূত্র: আল জাজিরা, সিএনএন, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম