ক্রিস্টাল মেথ ভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে জর্ডানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পেত্রা নিউজের খবরে বলা হয়েছে, ড্রোনটি প্রতিবেশী দেশ সিরিয়া থেকে উড়ে তাদের সীমানায় যায়।
সশস্ত্র বাহিনীর বরাতে পেত্রা নিউজের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় এবং ভূপাতিত করে। ড্রোনে পাওয়া ক্রিস্টাল মেথ জর্ডানের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে উড়ে আসা ড্রোন এর আগেও জর্ডানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। সেসব ড্রোনে কখনও মাদক, কখনও অস্ত্র মিলেছে। এইবারই প্রথম ক্রিস্টাল মেথ পাওয়া গেল।যুদ্ধবিধ্বস্ত সিরিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মাদক বিকিকিনির হাবে পরিণত হয়েছে। জর্ডান হলো সিরিয়ার প্রধান ট্রানজিট রুট। জর্ডান হয়ে মাদকগুলো উপসাগরীয় দেশে যায়।
জর্ডান এবং সিরিয়ার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা ক্রমবর্ধমান চোরাচালান সমস্যা রোধে বৈঠক করেছেন। প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও জর্ডান বলেছে যে দামেস্ক অবৈধ বাণিজ্য বন্ধ করার কোনো বাস্তব প্রচেষ্টা দেখেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল