৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০০

রেল ও বন্দর চুক্তি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র-সৌদির আলোচনা

অনলাইন ডেস্ক

রেল ও বন্দর চুক্তি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র-সৌদির আলোচনা

আমেরিকা, ভারত, সৌদি আরব ও অন্যান্য দেশের মধ্যে রেলপথ ও বন্দরের পরিকাঠামো বৃদ্ধি এবং  পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও তার চুক্তি সম্পাদন নিয়ে পারস্পরিক আলোচনায় হয়েছে।

আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জন ফাইনার জানিয়েছেন, ‘ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যসামগ্রী ও অশোধিত তেল যাবে। ভারত ও সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে সামিল হবে।’

ফাইনার বলেছেন, ‘বিষয়টি নিয়ে অনেকদিন ধরে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা হয়েছে। এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা শেষ হতে কতদিন লাগবে, তা আমি জানি না।’

জি-২০-তে এই প্রকল্পের বিষয়ে একমত হওয়াটা খুবই বড় বিষয় বলে মনে করা হচ্ছে।

ফাইনার বলেছেন, ‘জি-২০তে কে আসছেন, কে আসছেন না, তা নিয়ে আপনারা অনেককিছু লিখে ফেলেছেন। আমেরিকার ফোকাস কোনদিকে সেটা নিয়েও প্রচুর কথা বলা হয়েছে। কিন্তু ঘটনা হলো, প্রেসিডেন্ট জো বাইডেন এখানে বাকি বিশ্বনেতাদের সঙ্গে বসে ফলপ্রসূ আলোচনা করতে চান।’

সূত্র : গার্ডিয়ান।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর