৬ অক্টোবর, ২০২৩ ১৫:০৫

ডিজেলে রফতানি নিষেধাজ্ঞা শিথিল রাশিয়ার

অনলাইন ডেস্ক

ডিজেলে রফতানি নিষেধাজ্ঞা শিথিল রাশিয়ার

প্রতীকী ছবি

পাইপলাইনের মাধ্যমে সমুদ্র বন্দরে সরবরাহ করা ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া। 

শুক্রবার এ ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর মাধ্যমে গত মাসে দেওয়া বিধিনিষেধের বড় একটি অংশ সরিয়ে নিল রাশিয়া।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, পাইপলাইনের মাধ্যমে সমুদ্রবন্দরে সরবরাহ করা ডিজেল ফুয়েল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

এক্ষেত্রে শর্ত হিসেবে জানানো হয়েছে, এর জন্য উৎপাদনকারককে ডিজেলের কমপক্ষে ৫০ শতাংশ অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করতে হবে।

এর আগে বেশিরভাগ দেশে ডিজেল ও পেট্রল রফতানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। যা বৈশ্বিক বাজারের বড় ধরনের ধাক্কা দেয়। তবে পেট্রল রফতানির ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মস্কো। তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন বিধিনিষেধ বহাল থাকবে।

এ নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক বাজারে ডিজেলের দাম বেড়ে যায়। কারণ রাশিয়া বিশ্বের অন্যতম ডিজেল সরবরাহকারী ও অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান রফতানিকারক।

নতুন ঘোষণায় রাশিয়া আরো বলেছে, পেট্রোলিয়াম পণ্যের রিসেলারদের জন্য প্রতি টনে ৫০ হাজার রুবল ‘প্রতিরক্ষামূলক শুল্ক’ দিতে হবে। এর মাধ্যমে পরবর্তী রফতানির জন্য অগ্রিম জ্বালানি কেনার চেষ্টাকে প্রতিহত করছে সরকার। সূত্র: সিএনবিসি, ব্লুমবার্গ, রয়টার্স

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর