১০ অক্টোবর, ২০২৩ ১৫:৫৫

গাজা সীমান্তে ইসরায়েলের ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন

অনলাইন ডেস্ক

গাজা সীমান্তে ইসরায়েলের ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন

ইসরায়েলি সেনা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর মুখপাত্র রিচার্ড হেখট বলেছেন, সামরিক বাহিনী ‌‘ভবিষ্যত অভিযানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে’ এবং গাজা সীমান্তে ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

একটি ব্যাটালিয়ন সাধারণত শত শত সৈন্য নিয়ে গঠিত হয়।

শনিবারের ভয়াবহ হামলার জবাবে ইসরায়েল গাজায় একটি বড় পরিসরে স্থল অভিযান শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বিমান হামলা কেবল ‘শুরু মাত্র’।

এদিকে, হামাস যোদ্ধাদের মোকাবিলায় ইউরোপ থেকে রিজার্ভ সেনা উড়িয়ে দেশে ফিরে এনেছে ইসরায়েল। তবে ইউরোপের কোথায় থেকে ওইসব সেনা আনা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।

সূত্র : বিবিসি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর