ইসরায়েলের ওপর হামাসের শনিবারের রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা, রসদ বা হামলা অনুমোদনে ইরান সরাসরি জড়িত ছিল কি না, এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সূত্রগুলো জোর দিয়ে বলেছে, গোয়েন্দারা একটি সম্পূর্ণ উপসংহারে পৌঁছাতে এখনই প্রস্তুত নয়। তবে তারা এই হামলায় ইরানের জড়িত থাকার প্রমাণ খুঁজছে।
শনিবারের হামলা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়কেই বিস্মিত করেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা হামাসের প্রতি ইরানের উল্লেখযোগ্য সমর্থনের দিকে ইঙ্গিত করেছেন। যার মধ্যে অস্ত্র এবং অর্থায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সূত্রটি গোয়েন্দা তথ্যের প্রকৃতি সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। একটি সূত্র জানিয়েছে, এটি অত্যন্ত সংবেদনশীল। মার্কিন গোয়েন্দারা মনে করছে, হামলায় ইরান সরাসরি জড়িত নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল