শনিবার ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরান এই হামলা উদযাপন করে। তবে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যারা হামলা চালিয়েছে আমরা তাদের হাতে চুম্বন করি। কিন্তু হামলায় ইরান জড়িত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই মন্তব্য করলেন। পুতিন বলেন, ইসরায়েলের ঘটনা ভয়াবহ তবে এই ঘটনায় ইরান জড়িত নয়।
বুধবার এক সম্মেলনে পুতিন আরও বলেন, আমি বুঝতে পারছি না যুক্তরাষ্ট্র কেন বিমানবাহী রণতরী এই অঞ্চলে নিয়ে আসছে।
বিডিপ্রতিদিন/কবিরুল