শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দুইটি নির্ভুল মিসাইল ছুড়েছে। এছাড়া বুধবার লেবানন থেকে ইসরায়েলে সন্দেহভাজন মনুষ্যযান (ড্রোন) অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে।
ইসরায়েলকে চিরশত্রু গণ্য করে হিজবুল্লাহ।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সমগ্র ইসরায়েল জুড়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উত্তর সীমান্ত থেকে বুধবার সন্ধ্যায় বড় ধরনের হামলার আশঙ্কায় এই নির্দেশ প্রদান করা হয়েছে।
লেবানন থেকে আক্রমণ শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধারা প্যারাগ্লাইডে চড়ে উত্তর ইসরায়েলে ঢুকেছে বলেও খবর বের হয়েছে। এছাড়া সমগ্র উত্তর ইসরায়েল জুড়ে রকেট হামলার সতর্কতা জারি রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল