ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একজন ইসরায়েলি নারী জিম্মি ও দুই শিশু সন্তানকে মুক্তি দিয়েছে। এর একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এতে দেখা যায়, একজন জিম্মি নারী ও দুই শিশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় বুধবার রাতে আল-জাজিরায় প্রচারিত ভিডিওটি দূর থেকে তোলা হয়েছে। যেখানে অজ্ঞাত ওই নারী ও শিশুদের পেছন থেকে দেখা গেছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। হামাসের যোদ্ধারা ইসরায়েল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় আটক হওয়ার পর এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ও তার দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা হোদা আবদেল হামিদ বলেন, ছবিগুলো এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।
যদিও এটি শুধু আল-জাজিরায় প্রচারিত হয়েছে। এর আগে, ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলার সময় গত শনিবার হামাস আনুমানিক ১৫০ জনকে আটক করে। সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক