হামাস কমান্ডার মাহমুদ আল-জাহার চলমান ইসরায়েল-গাজা সংঘর্ষের মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাই। ইসরায়েল আমাদের প্রাথমিক লক্ষ্য। তবে সমগ্র বিশ্বে আমরা হামাসের প্রভাব বিস্তার করতে চাই।
বুধবার হামাসের সিনিয়র কমান্ডারের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওবার্তা এমন সময়ে প্রকাশ এসেছে, যখন ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সপ্তাহব্যাপী হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি ইসরায়েলি।
তিনি বলেন, পৃথিবীর সমগ্র ৫১০ মিলিয়ন বর্গকিলোমিটার একটি ব্যবস্থার অধীনে আসবে। যেখানে লেবানন, সিরিয়াতে ফিলিস্তিন এবং আরবরা এক হয়ে যাবে। যেখানে কোনো অন্যায়, নিপীড়ন, কোনো হত্যাকাণ্ড এবং অপরাধ থাকবে না।
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এমন অবস্থার মধ্যে অভিযানে প্রত্যেক হামাস সদস্যের ‘মৃত্যু পরোয়ানা’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের সব সদস্যকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক