মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইসরায়েলি শিশুদের শিরচ্ছেদ করছে হামাস এমন ছবি দেখেছেন তিনি। তবে দিন গড়াতেই তার সেই মন্তব্যের উল্টো তথ্য দিচ্ছে হোয়াইট হাউস।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই ধরনের কোনো ছবি দেখেননি মার্কিন প্রেসিডেন্ট। বরং ইসরায়েলের সরবরাহ করা তথ্য থেকে এ মন্তব্য করেছিলেন তিনি।
বুধবার বিকালে ইহুদি নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন বাইডেন। শিশুদের শিরচ্ছেদের ছবি দেখেছেন, এমন নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, সত্যিই ভাবিনি যে আমি এটা দেখতে পাবো।
সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদ প্রতিবেদনে এই ধরনের ছবি ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।
জো বাইডেনের মন্তব্যের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তখন হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বাইডেন এ ধরনের কোনো ছবি দেখেননি। তিনি ইসরায়েলের প্রতিবেদনের উল্লেখ করেছিলেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ