গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ। গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদিরা। এই পরিস্তিতিতে অবরোধ তুলে নিতে হামাসকে কঠোর শর্ত দিল ইসরায়েল।
স্বজনহারা ফিলিস্তিনিদের অভিযোগ, আমাদের প্রিয়জনদের কবরও দিতে দেবে না ইসরায়েলিরা। জানা গেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। তারা ইসরায়েলিদের হামলায় নিহত অপর চার স্বজনের দাফনে অংশ নিতে গিয়েছিলেন। গতকাল বুধবার কুসরা গ্রামে কবর দিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর বসতি স্থাপনকারীরা ফের গুলি চালালে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন।
নিহত দুই ফিলিস্তিনির স্বজন আলজাজিরাকে বলেন, ইসরায়েলিরা ‘এমনকি আমাদের প্রিয়জনকেও কবর দিতে দেবে না’। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির স্থানীয় সংবাদদাতা বলেন, সর্বশেষ উত্তেজনার আগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিন গড়ে তিনটি হামলা করত। বছরের শুরু থেকে ধরলে ৮০০টিরও বেশি আক্রমণ করেছে তারা।
বিডি-প্রতিদিন/শফিক