হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশ এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শত শত মানুষ নিহতের জন্য সরকার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়ী বলে মনে করেন ইসরায়েলের প্রতি পাঁচজন ইহুদি নাগরিকের মধ্যে চারজন। ইসরায়েলে বৃহস্পতিবার প্রকাশিত জরিপে এই তথ্য পাওয়া গেছে।
জরিপ অনুসারে, জোটের ৭৯ শতাংশ সমর্থকসহ ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজা থেকে আকস্মিক হামলা দেশটির নেতৃত্বের ব্যর্থতা। অন্যদিকে ৯২ শতাংশ বলেছেন, যুদ্ধ উদ্বেগ সৃষ্টি করছে।
অধিকন্তু, উত্তরদাতাদের প্রায় সবাই (৯৪%) বিশ্বাস করেন যে, নিরাপত্তা প্রস্তুতির অভাবের জন্য সরকারের দায়বদ্ধতা রয়েছে। ৭৫ শতাংশের বেশি বলেছেন, বেশিরভাগ দায় সরকারের।
সারা দেশ থেকে ৬২০ জন ইসরায়েলি ইহুদির ওপর এই জরিপ পরিচালিত হয়। এতে দেখা গেছে, বেশিরভাগ উত্তরদাতা মনে করেন, অপারেশন শিল্ডস অব আয়রন শেষ হওয়ার পর নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত।
৫৬ শতাংশের কিছু বেশি সংখ্যাগরিষ্ঠ বলেছেন, যুদ্ধ শেষে নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। জোট সরকারের সমর্থক ২৮ শতাংশ ভোটার এই দৃষ্টিভঙ্গির সাথে একমত।
বিডিপ্রতিদিন/কবিরুল