ইসরায়েল জানিয়েছে, শনিবার থেকে গাজায় ৩৬০০ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।
ইসরায়েলের বিমান বাহিনী এর আগে বলেছিল, ঘনবসতিপূর্ণ ছিটমহল গাজায় তারা ৬ হাজার বোমা ফেলেছে। ইহুদি বিমান বাহিনী এক্সে (আগের নাম টুইটার) বলেন, যতদিন প্রয়োজন হবে আমরা শক্তভাবে এবং নিরলসভাবে আক্রমণ চালিয়ে যাব।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে ইতিমধ্যে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল