গাজায় মুহুর্মুহু বোমা হামলা নিয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান। দেশটি বলেছে, ইসরায়েল যদি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রাখে তাহলে চলমান সংঘাত ‘অন্যান্য ফ্রন্টেও’ শুরু হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
এর মাধ্যমে তিনি লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর কথাই উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার গভীর রাতে লেবানের বৈরুতে পৌঁছান। সেখানে লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
লেবাননের রাজধানীতে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। সেখানে তিনি বলেন, “গাজায় অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং অবরোধের আলোকে চলমান সংঘাত অন্যান্য ফ্রন্টে শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।”
আমির-আব্দুল্লাহিয়ান লেবাননের আগে ইরাক সফর করেছেন এবং আঞ্চলিক সফরের অংশ হিসেবে এই সপ্তাহের শেষের দিকে সিরিয়ায় গিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে বৈরুত সফর করছেন যখন লেবাননের দক্ষিণ সীমান্তে তেহরানের মিত্র হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ