ইসরায়েলের আশকেলনে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস।
হামাসের সশস্ত্র গ্রুপ কাসেম ব্রিগেড জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও বাস্তুচ্যুত করার জবাবে আশকেলনে ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, রকেট হামলার সঙ্গে সঙ্গে আশকেলনে সাইরেন বেঁজে উঠে। প্রাথমিক তথ্যমতে, হামাসের নিক্ষেপ করা এসব রকেটের বেশ কিছু আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়।
তবে এসব রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আজাদ