রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, গাজায় ইসরায়েলি স্থল অভিযানের ফলে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হবে এবং প্রধান কাজ হচ্ছে রক্তপাত বন্ধ করা।
ইসরায়েল ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলেছে। নিরাপত্তার স্বার্থে তাদের উপত্যকার দক্ষিণে চলে যেতে বলছে তারা।
এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন। এর আগে গাজা-ইসরায়েল যুদ্ধের শুরুতে পুতিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরাইল-ফিলিস্তিন সংঘাত। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এই সংঘাতের সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি।
গাজা সীমান্তের কাছে ব্যাপক সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। যে কোনো সময় উপত্যকাটিতে তারা হামলা চালাতে পারে। ইহুদিবাদী ইসরায়েল বলছে, হামলার প্রতিশোধ নিতে হামাসকে পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করে দেবে তারা।
তবে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ সাররাম আকবরজাদেহ বলেছেন, ইসরায়েল গাজায় সেনা পাঠালে তাদেরকে চরম মূল্য দিতে হবে। স্থল হামলার মাধ্যমে হামাস-ইসরায়েল দ্বন্দ্বের কার্যত কোনো সমাধান আসবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল