ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান থেকে লিফলেট ফেলে গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সিএনএনের খবর অনুসারে, লাইভ ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে লিফলেট পড়ছে। এতে লেখা, নিরাপত্তার স্বার্থে আইডিএফ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার বাড়ি ফেরা উচিত নয়। গাজায় পরিচিত সব সরকারি আশ্রয়কেন্দ্র খালি করতে হবে। সীমান্তে নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি যাওয়া নিষিদ্ধ। বেড়ার কাছে আসা প্রতিটি ব্যক্তি নিজেকে মৃত্যুর মুখোমুখি করছে। আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে এবং ওয়াদি গাজার দক্ষিণে যেতে হবে।
লিফলেটে একটি চিত্র আঁকা হয়েছে যেখানে দক্ষিণ গাজার দিকে তীর চিহ্ন দেখানো হয়েছে এবং মানচিত্রের উপরের বাম কোণে ‘মানবিক সহায়তা অঞ্চল’ লেখা একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে।
সিএনএন মন্তব্যের জন্য আইডিএফের সাথে যোগাযোগ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আজ শুক্রবার সরাসরি গাজা সিটির (উত্তর গাজা) বাসিন্দাদের উদ্দেশে ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল