ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, গত শনিবার হামাস যে হামলা চালিয়েছে তার ধারণা (আইডিয়া) এসেছে ইরান থেকে।
হামাসের হামলায় ইরানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রমাণ পাওয়া গেছে কিনা সেটা ব্যাপার না। আক্রমণের ধারণা এসেছে ইরান থেকে।
ইয়োভ গ্যালান্ট বলেন, ইরান, হিজবুল্লাহ ও হামাস এক অক্ষ, দুষ্টু অক্ষ। সবকিছুই সাধারণত ইরান থেকে পরিচালিত হয়। অনুমতি দিয়েছে ইরান। এই অর্থ ইরান সরবরাহ করে এবং ধারণাগুলি ইরানে রূপায়িত হয়।
ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল