হামাসের আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শুক্রবার আল-আকসা টিভিতে প্রচারিত একটি অডিও বার্তায় ফিলিস্তিনিদের ‘অবিচল থাকার’ আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি গাজাবাসীকে বাড়িঘর ছেড়ে যেতে ইসরায়েলের আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, ইসরায়েল দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনিদের বাড়িঘর ও ভূমি থেকে সরিয়ে দিচ্ছে। আমরা তাদের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে জবাব দিয়েছি। আমরা যে দিকে রওনা করছি তা হলো আমাদের ন্যায্য জমিতে ফিরে যাওয়া। বাস্তুচ্যুতি ও নির্বাসন আমাদের জন্য নয়। ইসরায়েল হুমকি এবং তাদের অন্ধকার ইতিহাসের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। সম্মিলিত শাস্তি হিসাবে তারা অপরাধ ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। ওবায়দা ফিলিস্তিনিদের ‘ধৈর্যশীল ও অবিচল থাকার’ আহ্বান জানিয়ে বলেন, ‘বিজয় আমাদেরই হবে’।
ইসরায়েলি সেনাবাহিনী আজ শুক্রবার সরাসরি গাজা সিটির (উত্তর গাজা) বাসিন্দাদের উদ্দেশে ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান থেকে লিফলেট ফেলে গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল