গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বাড়ছে। ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১ হাজার ৭৯৯ জন নিহত এবং ৬ হাজার ৩৮৮ জন আহত হয়েছে।
ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০-এরও বেশি। আহত প্রায় ৩ হাজার ৪০০ জন।
ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আজ শুক্রবার সপ্তম দিনে গড়িয়েছে। ২২ লাখ অধিবাসীর গাজা উপত্যকা অবরুদ্ধ করে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল