চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই বলেছেন, ইসরায়েল-হামাস সংঘর্ষের কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ঐতিহাসিক অবিচার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাত পরবর্তী তিনি এই মন্তব্য করেন।
ওয়াং-ই বলেন, এই সমস্যার মূলে রয়েছে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব। প্রকৃতপক্ষে ফিলিস্তিনি জনগণ ঐতিহাসিক অবিচারে আক্রান্ত। কিন্তু এটা সংশোধন করা হয়নি।
ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ওয়াং-ই এর সাথে আলোচনার জন্য বেইজিংয়ে অবস্থান করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল