ইসরায়েলের উচ্ছেদ আদেশের নিন্দা জানিয়ে একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করেছে তুরস্ক। এটিকে অবশ্যই প্রত্যাহার করতে হবে বলেও জানিয়েছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজার ২৫ লাখ মানুষ কয়েকদিন ধরে নির্বিচারে বোমা বর্ষণের শিকার হয়েছে। তারা বিদ্যুৎ, পানি ও খাদ্য থেকে বঞ্চিত। অত্যন্ত সীমিত এলাকায় অভিবাসন করতে বাধ্য করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতায় এর কোনো স্থান নেই।
বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল অবিলম্বে এই গুরুতর ভুল আদেশ প্রত্যাহার করবে এবং অবিলম্বে নির্দয়তা বন্ধ করবে বলে প্রত্যাশা করি।
বিডিপ্রতিদিন/কবিরুল