হোয়াইট হাউস বলছে, গাজা শহর খালি করার আদেশ প্রতিপালন করা কঠিন।
উত্তর গাজা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী আহ্বান জানিয়েছে।
সিএনএনের খবর অনুসারে, হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইসরায়েল বেসামরিক নাগরিকদের ‘ন্যায্য সতর্কবার্তা’ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই আদেশ বাস্তবায়ন করা কঠিন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেন, ১০ লাখেরও বেশি মানুষ এবং খুব ঘন পরিবেশের শহর। এটি ইতিমধ্যে একটি যুদ্ধক্ষেত্র। সুতরাং, আমি মনে করি না ,কেউ এই উচ্ছেদ কার্যকর করার চ্যালেঞ্জকে অবমূল্যায়ন করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল