ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে। এর পর থেকে সরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের লোকজন।
ইসরায়েল গাজায় হামাসের সদস্যদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এই নির্দেশ দিয়েছে। এতে মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে বলে ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইসরায়েলও স্বীকার করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়াটা কঠিন হবে। অপর দিকে ইসরায়েলের এই সতর্কবার্তা উপেক্ষা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
বিডিপ্রতিদিন/কবিরুল