ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল শনিবার বলেছেন, ইসরায়েলের এক দিনে উত্তর গাজা থেকে দশ লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ‘বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব’।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের আগে এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছে।
চীনে তিন দিনের কূটনৈতিক সফরের শেষ দিনে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বোরেল বলেন, ‘আমি বলছি যে, ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে। উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।’
তিনি বলেন, ‘গাজার মতো পরিস্থিতিতে আপনি ২৪ ঘন্টার মধ্যে ১১ লাখ লোককে স্থানান্তর করতে পারবেন তা কল্পনা করা কেবল একটি মানবিক সংকট হতে পারে।’ -বাসস
বিডি-প্রতিদিন/শফিক