১৬ অক্টোবর, ২০২৩ ১৩:০১

ইসরায়েল-হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়তে পারে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইসরায়েল-হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়তে পারে: যুক্তরাষ্ট্র

সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ

মার্কিন শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার বলেন, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড ঠেকানো বা হামাসের হামলার পর এই যুদ্ধকে আরও প্রসারিত করার যেকোনো প্রচেষ্টা রুখতে যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী দ্বিতীয় রণতরি বহর পাঠাচ্ছে।

অস্টিন বলেন, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকারের ইঙ্গিত বহন করে

গাজা সীমান্তে জড়ো হয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে তারা ব্যাপক আকারে বোমা বর্ষণ করছে। কিন্তু একইসাথে গাজা সীমান্তে লড়াইয়ের পাশাপাশি নেতানিয়াহু সরকারকে উত্তরে লেবানন সীমান্তে সৃষ্ট ঝুঁকির কথাও ভাবতে হচ্ছে।

কারণ, লেবাননে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহ। এই যোদ্ধা গোষ্ঠী যদি লড়াইয়ে নামে তাহলে নতুন ফ্রন্ট সৃষ্টি তবে। আর এটা হলে ইসরায়েলের সেনাবাহিনীকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলবে। মধ্যপ্রাচ্যে বাড়বে সংঘাতের পরিসরও।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর