১৮ অক্টোবর, ২০২৩ ১৯:০২

ফ্রান্সে বোমা হামলা আতঙ্কে খালি করা হলো ছয় বিমানবন্দর

অনলাইন ডেস্ক

ফ্রান্সে বোমা হামলা আতঙ্কে খালি করা হলো ছয় বিমানবন্দর

প্রতীকী ছবি

বোমা হামলার আতঙ্কে ফ্রান্সের ছয়টি শহরের বিমানবন্দর খালি করা হয়েছে। এসব শহর হলো- লিলি, লিয়ন, টুলুজ, নাইস, নান্তেস এবং বেউভাইস

বুধবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানবন্দরের কর্মকর্তারা বোমা হামলার হুমকি ইমেল পান। এরপর এই ব্যবস্থা নেওয়া হয়। সূত্র: ডেইলি মেইল, আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর