বোমা হামলার আতঙ্কে ফ্রান্সের ছয়টি শহরের বিমানবন্দর খালি করা হয়েছে। এসব শহর হলো- লিলি, লিয়ন, টুলুজ, নাইস, নান্তেস এবং বেউভাইস
বুধবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানবন্দরের কর্মকর্তারা বোমা হামলার হুমকি ইমেল পান। এরপর এই ব্যবস্থা নেওয়া হয়। সূত্র: ডেইলি মেইল, আনাদোলু এজেন্সিবিডি প্রতিদিন/আজাদ