২৩ অক্টোবর, ২০২৩ ০৫:০৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস প্রধানের ফোনালাপ

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস প্রধানের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ান জানিয়েছেন, গাজায় চলমান সংঘাতের বিষয়ে তিনি ফোনে হামাস নেতা ইসমাঈল হানিয়ার সাথে আলাপ করেছেন।

এছাড়াও ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালার সাথেও ফোনালাপের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা নিয়েই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছে তারা।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় চলমান অভিযান বন্ধ না করলে তার ফল ভালো হবে না। আর ইসরায়েল জানিয়েছে, তাদের হামাসবিরোধী অভিযান হচ্ছে বাঁচা-মরার লড়াই।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর