ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, এরমধ্যে ৩৭ হামাস সদস্য রয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলি অঞ্চলে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজা ও পশ্চিম তীরে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা।
এই অভিযানে এখন পর্যন্ত পশ্চিম তীর থেকে ওয়ান্টেড তালিকায় থাকা ৮০০ জনকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের মধ্যে পাঁচ শতাধিক ব্যক্তি হামাস সংশ্লিষ্ট।এ পর্যন্ত হামাসের হামলা হামলায় ১৪শ'র বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছে। আর ইসরায়েলের চালানো হামলায় গাজা ও পশ্চিত তীরে সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহতের সংখ্যাও অনেক।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল