মেক্সিকোয় পৃথক সশস্ত্র হামলায় পুলিশের ১২ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো ও পশ্চিমাঞ্চলীয় মিকাওকান প্রদেশে এসব হামলার ঘটনা ঘটে।
এসব হামলায় মাদক পাচারকারীরা জড়িত থাকতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।গুয়েরেরোর কোয়ুকা দে বেনিতেজ মিউনিসিপালিটির কৌঁসুলি আলোজান্দ্রো হার্নান্দেজ জানান, দুর্বৃত্তরা একটি টহল পুলিশের দলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে মিউনিসিপাল পুলিশের ১১ সদস্য নিহত হয়।
অন্য হামলার ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী মিকাওকান প্রদেশে। এতে পুলিশের এক সদস্য ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। প্রদেশটির সরকারি আইন কার্যালয় জানিয়েছে, তাকামবারো শহরের মেয়রের ভাইকে লক্ষ্য করে একদল বন্দুকধারী হামলা চালায়। একে তিনি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। সূত্র: ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/আজাদ