ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আগামী সপ্তাহ থেকে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আরও ‘তীব্র এবং বিস্তৃত’ হামলার ঘোষণা দিয়েছে।
শুক্রবার তাদের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে আমাদের জনগণের সমর্থনে এবং চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে শহীদদের প্রতিশোধ নিতে এই সিদ্ধান্ত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। যার মধ্যে কয়েকটিতে মার্কিন সেনা আহত হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে মঙ্গলবার পর্যন্ত ২৭টি রকেট ও ড্রোন হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩০০ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল