৬ নভেম্বর, ২০২৩ ১৭:৪৭

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি

প্রতীকী ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত তিন দিনে দ্বিতীয়বারের মতো সোমবার বিকালের দিকে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাও।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ৪টা ১৬ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালের পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পে কেঁঁপে উঠেছে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে।

গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর