গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ইসরায়েল গাজা দখল করতে পারবে না।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন বাস্তবতা হলো সংঘাতের শেষে কিছু অন্তর্বর্তীকালীন সময় প্রয়োজন হতে পারে। কিন্তু গাজা ও পশ্চিম তীরের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনি জনগণের থাকা অপরিহার্য। ব্লিনকেন সাংবাদিকদের বলেন, আমরা কোনো পুনর্দখল দেখতে পাচ্ছি না।
ব্লিঙ্কেন বলেন, আমি ইসরায়েলি নেতাদের কাছ থেকে যা শুনেছি তা হলো গাজা পুনরায় দখল করার কোনো ইচ্ছা তাদের নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল