ন্যাটো মহাসজিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, সামরিক জোটের সদস্যরা ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য যুদ্ধে মানবিক বিরতিকে সমর্থন করে।
স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে এবং বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে। তিনি সংঘাতটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার বিষয়েও সতর্ক করেন।
ন্যাটো মহাসচিব বলেন, গাজার যুদ্ধ যেন বড় ধরনের আঞ্চলিক সংঘাতে পরিণত না হয়। ইরান ও হিজবুল্লাহকে অবশ্যই এই লড়াই থেকে দূরে থাকতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল