১১ নভেম্বর, ২০২৩ ১৩:১০

গাজা সংকট: সৌদিতে ইসলামিক ও আরব দেশগুলোর সম্মেলন আজ

অনলাইন ডেস্ক

গাজা সংকট: সৌদিতে ইসলামিক ও আরব দেশগুলোর সম্মেলন আজ

গাজায় ইসরায়েলের বোমা হামলা। ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকার যুদ্ধ নিয়ে সৌদি আরবের রিয়াদে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘অভূতপূর্ব’ যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলন। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিয়াদ জানিয়েছে, অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও আরব লীগের সম্মেলন দুটি আলাদা শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও, সেগুলো যৌথভাবে আয়োজন করা হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিয়ে এই যৌথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ করা ও এই জরুরি পরিস্থিতি থেকে বের হয়ে আসার করণীয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স, আরব নিউজ

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর