পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন চান রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে সেসব অঞ্চল বাদ দিয়ে ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক। তার এই প্রস্তাবের যুক্তি, রাশিয়া উপলব্ধি করবে ন্যাটোতে যোগদান থেকে ইউক্রেনকে ঠেকানো যাবে না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ন্যাটোর সাবেক প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আন্দ্রি ইয়ারমার্কের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ভিলনিয়াসে গত ন্যাটো সম্মেলনের আগেও তারা একসঙ্গে কাজ করেন। ওই সম্মেলনে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের আহ্বান জানানো হলেও ইউক্রেনকে জানানো হয়নি।
গার্ডিয়ানের খবর অনুসারে, দুইজন আবারও বিস্তারিতভাবে নতুন ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যে ইউক্রেনের অবস্থান নিয়ে আলোচনা করছেন।
রাসমুসেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ন্যাটোর প্রধান ছিলেন। তিনি মনে করছেন, ইউক্রেনকে ন্যাটোর আংশিক সদস্যপদ দিলে যুদ্ধ বন্ধ হবে না তবে রাশিয়াকে এই বার্তা দিবে যে, ন্যাটোর সদস্য হওয়া থেকে ইউক্রেনকে ঠেকানো যাবে না।
আগামী গ্রীষ্মে ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ইউক্রেনের সদস্যপদ ইস্যুটি অবশ্যই বড় ইস্যু হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল