১৩ নভেম্বর, ২০২৩ ১২:৪৬

মারা যাচ্ছে গাজার আল-শিফা হাসপাতালের ইনকিউবেটরে থাকা শিশুরা

অনলাইন ডেস্ক

মারা যাচ্ছে গাজার আল-শিফা হাসপাতালের ইনকিউবেটরে থাকা শিশুরা

সংগৃহীত ছবি

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল- আল-শিফা ও আল কুদস বন্ধ হয়ে গেছে।

এরই মধ্যে মারা যেতে শুরু করেছে আল-শিফা হাসপাতালের ইনকিউবেটরে থাকা অপরিণত শিশুরা। সেই সঙ্গে ইসরয়েলি বাহিনীর হামলায় ওই হাসপাতালে তিন নার্সও নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের ইনকিউবেটরে থাকা ৪৫ শিশু ছিল। তাদের মধ্যে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরাও মৃত্যুর প্রহর গুনছে।

জানা গেছে, ইসরায়েলি স্নাইপাররা হাসপাতালের চারদিকে অবস্থান নিয়ে সেখানে হামলা চালায়। আকাশ থেকে ড্রোন হামলার পাশাপাশি গুলিও চালাচ্ছে ইসরায়েলি সেনারা। হাসপাতাল থেকে কেউ বের হওয়ার চেষ্টা করলেই তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে সৈন্যরা।

ইসরায়েলি বাহিনীর হামলায় আল-শিফা হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে বলেও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন জানিয়েছেন- হাসপাতালটির প্রাঙ্গণে মিসাইল হামলার পর সেখানকার জেনারেটর বন্ধ হয়ে গেছে। ফলে ইনকিউবেটরগুলো অচল হয়ে গেছে।

ইনকিউবেটরে থাকা ওই শিশুদের বর্তমানে মেঝেতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইনকিউবেটরের শিশু ছাড়াও নিবিড় পরিচর্যা কেন্দ্রে আরো ৩৭ জন রোগী মুমূর্ষু অবস্থায় রয়েছে। এছাড়াও হাসপাতালটিতে আরো ছয় শতাধিক রোগী রয়েছে, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। সূত্র: আল জাজিরা, এবিসি নিউজ

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর