১৩ নভেম্বর, ২০২৩ ১৩:২৯

হামলা বন্ধ না হলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর আরও আক্রমণ : অস্টিন

অনলাইন ডেস্ক

হামলা বন্ধ না হলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর আরও আক্রমণ : অস্টিন

দক্ষিণ চীন সাগরে মার্কিন বহর

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।

সিউলে এক সংবাদ সম্মেলনে অস্টিন সাংবাদিকদের বলেন, ‘এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে।  যদি এগুলো বন্ধ না হয়, তাহলে সৈন্যদের সুরক্ষার জন্য যা যা করা দরকার তা করতে আমরা দ্বিধা করব না।’

সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরানের দুই ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর