৪ ডিসেম্বর, ২০২৩ ১০:১৪

দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন জাহাজ অবৈধভাবে প্রবেশ করেছে: চীনা সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন জাহাজ অবৈধভাবে প্রবেশ করেছে: চীনা সেনাবাহিনী

চীনের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ দ্বিতীয় থমাস শোল সংলগ্ন জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে।

চীনের সাউদার্ন থিয়েটার অব অপারেশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগরে বিঘ্ন ঘটিয়েছে এবং চীনের সার্বভৌমত্বমারাত্মকভাবে লঙ্ঘন করেছে।

দক্ষিণ চীনের জলসীমার বিস্তৃত দাবি নিয়ে চীন তার বেশ কয়েকটি প্রতিবেশীর সাথে বিরোধে জড়িয়েছে।

সাম্প্রতিক মাসগুলিতে ফিলিপাইনের জাহাজগুলির সাথে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে এবং বিতর্কিত অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের টহল দেওয়ার বিষয়েও প্রতিবাদ করেছে চীন।

চীনের ওই মুখপাত্র বলেন, চীনা পিপলস লিবারেশন আর্মি মার্কিন জাহাজটি অনুসরণ ও পর্যবেক্ষণের জন্য সামুদ্রিক সৈন্যদের সংগঠিত করেছে। চীনের সৈন্যরা দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা উচ্চ সতর্কতায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর