৫ ডিসেম্বর, ২০২৩ ১৭:১১

ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করছে

অনলাইন ডেস্ক

ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করছে

গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ

ইসরায়েলের বিরুদ্ধে ‘নিয়মতান্ত্রিক ও পরিকল্পিতভাবে নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা’ করার অভিযোগ তুলেছে কাতার। 

দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠক উদ্বোধনকালে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন কাতারের শাসক।

শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটা লজ্জাজনক যে,  জঘন্য অপরাধটি প্রায় দুই মাস ধরে চলতে দেওয়া হয়েছে। ইসরায়েল নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের নিয়মতান্ত্রিক ও ইচ্ছাকৃত হত্যা অব্যাহত রেখেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর