রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার উত্তর-পশ্চিমে মুরমানস্ক অঞ্চলটি ফিনল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি ব্যারেন্টস এবং হোয়াইট সাগরের সীমানায় অবস্থিত।
এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৩০ বর্গমিটার (৩২৩ বর্গফুট) এলাকায় সেভমপোরপুট জাহাজের একটি কেবিনে আগুন লাগে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মতে, ১৯৮৮ সালে পরিষেবাতে প্রবেশ করা জাহাজটি এক দশক আগে ব্যাপক আপগ্রেড করা। এটি রাশিয়ার একমাত্র পারমাণবিক চালিত আইসব্রেকিং পরিবহন জাহাজ।
বিডিপ্রতিদিন/কবিরুল